Sunday, June 7, 2020

আপনার সিমটি ফোরজি কিনা জানতে পারবেন যেভাবে (How to know if your SIM is 4G)

4G network


সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফোরজি যুগে প্রবেশ করল দেশের মোবাইল ফোন প্রযুক্তি। দেশের চার মোবাইল ফোন অপারেটরকে সরকারের পক্ষ থেকে ফোরজির লাইসেন্স হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন, টেলিটক, বাংলালিংক ও রবির প্রতিনিধিদের হাতে ওই লাইসেন্স তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। এরপরই গ্রামীণ ফোন, বাংলালিংক ও রবির ফোরজি সেবা চালু হয়ে যায়।

গ্রাহকের সিমটি ফোরজি কি না তা জানা যাবে মোবাইল ফোন অপারেটরগুলোর দেয়া নম্বরে এসএমএসের মাধ্যমে।গ্রামীণফোন ব্যবহারকারীরা *১২১*৩২৩২# ডায়াল করলে ফিরতি এসএমএসে পেয়ে যাবেন তার সিমটি ফোরজি কি না।

রবির গ্রাহকরা *১২৩*৪৪# ডায়েল করলে এবং বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি ম্যাসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।

গ্রাহকের সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নেয়ার সুযোগ রয়েছে।

0 comments:

Post a Comment