Tuesday, June 9, 2020

অস্ত্র কেনায় শীর্ষে যেসব দেশ (The top country for buy weapons )

fighter jet

মধ্যপ্রাচ্যে গত পাঁচ বছরে অস্ত্র আমদানি দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে সুইডেনভিত্তিক সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট' বা সিপ্রি৷ সৌদি আরবে অস্ত্র আমদানি ২২৫ শতাংশ বেড়েছে বলে জানায় সংস্থাটি৷

সিপ্রির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ২০১৩-২০১৭ মেয়াদে ২০০৮-২০১২ সময়কালের তুলনায় ২২৫ শতাংশ বেশি অস্ত্র কিনেছে৷ গত কয়েক বছর ধরে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটি৷

সিপ্রির গবেষণা বলছে, সৌদি আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক৷ গত সপ্তাহে দেশটি ব্রিটেন থেকে ৪৮টি অত্যাধুনিক ফাইটার জেট কেনার চুক্তি করেছে৷ মানবাধিকার কর্মীদের অভিযোগ, পশ্চিমা বিশ্বের কাছে থেকে কেনা অস্ত্র দিয়ে সৌদি আরব ইয়েমেনে নিরীহ মানুষ হত্যা করছে৷ এদিকে, চলতি বছরের শুরুতে জার্মান সরকার জানিয়েছে, তারা ইয়েমেন যুদ্ধে লিপ্ত কারও কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেবে না৷ উল্লেখ্য, জার্মানি বিশ্বের চতুর্থ অস্ত্র বিক্রেতা৷ গত পাঁচ বছরে জার্মানির অস্ত্র বিক্রি আগের পাঁচ বছরের তুলনায় ১৪ শতাংশ কমলেও মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি বেড়েছে ১০৯ শতাংশ৷

অন্যদিকে, অস্ত্রবিক্রেতা হিসেবে এখনও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র৷ গত পাঁচ বছরে তাদের অস্ত্র বিক্রি বেড়েছে প্রায় ২৫ শতাংশ৷ এই পাঁচ বছরে সারা বিশ্বে বিক্রি হওয়া মোট অস্ত্রের এক-তৃতীয়াংশই করেছে যুক্তরাষ্ট্র৷ এছাড়া যুক্তরাষ্ট্রের মোট অস্ত্র বিক্রির অর্ধেকই গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে৷ সিপ্রির কর্মকর্তা অডে ফ্লরান্ট বলছেন, ‘‘ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত হওয়া চুক্তির আওতায় ২০১৩-১৭ মেয়াদে যে পরিমাণ অস্ত্র বিক্রি করা হয়েছে তা নব্বই দশকের শেষে যত অস্ত্র বিক্রি করা হয়েছিল, তার তুলনায় বেশি৷

‘‘এ সব চুক্তি এবং ২০১৭ সালে আরও যত চুক্তি সই হয়েছে তাতে ধরে নেয়া যায়, আগামী কয়েক বছরেও যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির তালিকায় শীর্ষে থাকবে,'' বলেন সিপ্রির ঐ কর্মকর্তা৷


শীর্ষ অস্ত্র ক্রেতা দেশের তালিকাঃ
৫। আরব আমিরাত
৪। মিশর
৩। অস্ট্রেলিয়া
২। সৌদি আরব
১। ভারত।

0 comments:

Post a Comment