Wednesday, June 10, 2020
ফটোশুটের জন্য টপলেস শামা (Topless Shama for photo shoots)
ফের টপলেস ছবি শেয়ার করলেন অভিনেত্রী শামা সিকন্দর। একটি ফটোশুটের জন্য টপলেস হয়ে পোজ দেন অভিনেত্রী। আর শামার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।সম্প্রতি সৈকতে বসে বিকিনি পরে একটি ছবি শেয়ার করেন শামা সিকন্দর।
যা নিয়ে জোরদার আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। যদিও, সমালোচকদের যোগ্য জবাব দিয়ে চুপও করিয়ে দেন 'ইয়ে মেরি লাইফ হ্যায়' অভিনেত্রী। কিন্তু, তা সত্ত্বেও শামা সিকন্দরকে নিয়ে আলোচনা বন্ধ হয়নি। এবারেও সমালোচকদের পাত্তা না দিয়েই ফের ফটোশুট করেন শামা।
এদিকে তানিশা মুখোপাধ্যায় এবং মন্দিরা বেদির বিকিনি ছবি দেখে আক্রমণ করা হয় তাঁদেরও। তানিশাকে 'কঙ্কাল' বলে আক্রমণ করেন নেটিজেনদের একাংশ। অন্যদিকে মন্দিরা বেদি কেন ওই ধরনের বিকিনি পরে ছবি শেয়ার করেছেন, তা নিয়েও তোলা হয় প্রশ্ন।
0 comments:
Post a Comment