Wednesday, June 17, 2020

মাত্র কয়েক সেকেন্ডে চার্জ হবে স্মাটফোন (Smart phone)


আজকাল লকডাউনের মধ্যে স্মার্টফোন (Smart phone) হয়ে উঠেছে সময় কাটানোর একমাত্র সঙ্ঘী । কিন্তু স্মার্টফোনের প্রধান সমস্যা চার্জ না থাকা। অতিদ্রুত চার্জ ফুরিয়ে যাওয়া ফোনের জন্য প্রধান সমস্যা।ভিডিও কলের সংখ্যা এবং ইন্টারনেটের সহজ লভ্যতা মোবাইলের চার্জ ফুরানোর জন্য অনেকাংশে দায়ী।

আজকাল নিম্মমানের ফোনে বাজার সয়লাব। এই স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায় খুব দ্রুতই। যা নিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। এই ঝামেলা থেকে বাঁচাতে আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা কয়েক সেকেন্ডের মধ্যেই স্মার্টফোন সম্পূর্ণ চার্জ হওয়াতে সাহায্য করবে। ‘ফ্লেক্সিবল সুপারক্যাপাসিটর’ নামের ওই প্রযুক্তিতে খুব অল্প সময়ের মধ্যেই চার্জ দেওয়া যাবে স্মার্টফোনে। সহজে বহনযোগ্য হওয়ার কারনে ব্যবহার করা যাবে সহজে।

গবেষকরা জানিয়েছেন, মোবাইল ফোনে ব্যাটারির বদলে এই ‘সুপারক্যাপাসিটর’ রাখলেই কয়েক সেকেন্ডের মধ্য ফুল চার্জ হয়ে যাবে স্মার্টফোন (Smart phone)। এরপর এক সপ্তাহ চার্জ না দিলেও চলবে।

0 comments:

Post a Comment